Header Ads

জীবন বীমার মৌলিক নীতি

জীবন বীমা মৌলিক নীতি
জীবন বীমা হচ্ছে এমন একটি ব্যবস্থাযার মাধ্যমে একই ধরনের ঝুঁকিতে থাকা মানুষদের একই শ্রেণীভুক্ত করা হয়যা থেকে প্রকৃত ভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তি বা তাঁর মনোনীত ব্যক্তি/ব্যক্তিগণ আর্থিক ক্ষতিপূরণ পান।
বীমা শুধু মাত্র দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এর জন্য ; দুর্ঘটনা থেকে মুনাফা লাভের জন্য বীমা নয়।
উদাহরণ স্বরূপমৃত্যু পথযাত্রী কোন ব্যক্তি নিশ্চয়ই জীবন বীমা গ্রহণ করতে পারবেনা। 
বীমা কিছু নীতি মেনে চলে, যেমনঃ
§আর্থিক ক্ষতি পূরণের নীতি (Principle of Indemnity)
§বীমাকৃত ঘটনা অনিশ্চিত হতে হবে (Uncertainty of the event insured)
§অধিক সংখ্যার নীতি (Law of Large Numbers)
§বীমা-যোগ্য স্বার্থ (Insurable Interest)
§বিশ্বস্ততা (Utmost Good Faith)

No comments

Powered by Blogger.